সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে বিশ^মানের মন্দির নির্মাণ কাজ শুরু
স্টাফ রিপোর্টার ॥

অখ-ম-লেশ^র শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মমাসের প্রথম দিবস উপলক্ষে তাঁরই পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে বিশ^মানের মন্দির নির্মাণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে গত ১৭ ডিসেম্বর শুক্রবার অযাচক আশ্রম প্রাঙ্গণে ভোর ৬টায় ঊষা কীর্ত্তন, সকাল ৮টায় শ্রীশ্রী অখ- সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠ ও সকাল সাড়ে ৮টায় সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়। সমবেত উপাসনান্তে ভারত থেকে বিশ^ অখ- সংঘ প্রধান শ্রীশ্রী দাদামনি তপন ব্রহ্মচারী মন্দির নির্মাণ কাজের শুভারম্ভ করার জন্য শুভ আশীর্বাণী প্রদান করেন। এরপর চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক কানু লাল দাস, সহকারী অধ্যাপক আর্কিটেক্ট বিপ্লব কান্তি বিশ^াস এবং সিভিল ইঞ্জিনিয়ার রবীন খাস্তগীরের সমম্বয়ে মন্দির নির্মাণের কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে চুক্তিপত্র সম্পাদন ও লে-আউট প্ল্যান অনুসারে পাইলিংয়ের পয়েন্ট চিহ্নিতকরণ কার্যক্রম সম্পাদিত হয়। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রাতা ভগ্নিদের উদ্দেশ্যে বিশ^মানের মন্দির নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে প্রকৌশলীবৃন্দ বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত কুমার দে এবং চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাস। উপস্থিত ছিলেন মন্দির নির্মাণ বিষয়ক কোর কমিটির সদস্য স্বপন তালুকদার, প্রশান্ত কুমার দেব, তাপস কুমার সরকার, অঞ্জন কুমার দাস, মৃনাল কান্তি দাস, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাণেশ^র ত্রিপুরা, সুরেশ মজুমদার, রন্জন মজুমদার, বিমল তালুকদার, চিরঞ্জীব চৌধুরী, বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের সহ-সভাপতি অরুণ কুমার ঘোষ, গৌতম সাহা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক রাধেশ্যাম কুরী, সাংগঠনিক সম্পাদক সুধাংশু সূত্রধর, কার্যনির্বাহী সদস্য অনুপ ঘোষ, গৌতম ঘোষ, সুকুমার রায়, মনতোষ সাহা, প্রণব সাহা প্রমুখ। বিকেল ৪টায় বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠন এবং চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের যৌথ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর পরমারাধ্য গুরুদেব অখ- ম-লেশ^র শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মেৎসব চাঁদপুর অযাচক আশ্রমে উদ্যাপনের লক্ষ্যে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ২০২২ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্র গঠন আন্দোলন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যথাযোগ্য মর্যাদায় দেশের সকল স্থানে চরিত্র গঠন আন্দোলন দিবস পালনের জন্যে সকল অখ- ম-লীকে অনুরোধ জানান বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার দে এবং প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মৃনাল কান্তি দাশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়